অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে ৩০ জন অসুস্থত,মৃত্যু ৭

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১, ১৮:৩৭

ছবি:  সংগৃহীত

ব্রিটেনে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেয়ার পর রক্ত জমাট বেঁধে ৭ জনের মৃত্যু । শনিবার (৩ এপ্রিল) দেশটির চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে এএফপি জানায় ,অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন নিয়ে ৩০ জন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের মধ্য থেকে চিকিৎসাধীন অবস্থায় সাতজন মারা যান।

ব্রিটেনের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘২৪ মার্চ পর্যন্ত যে ৩০ জনের প্রতিবেদন (রক্ত জমাট বাঁধার) এসেছিল, দুঃখজনকভাবে এদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।’ব্রিটেনের ১ কোটি ৮১ লাখ লোককে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়ার পর ৩০টি রক্ত জমাট বাঁধার প্রতিবেদন পাওয়া গেছে। স্বাস্থ্য কর্মকর্তা অথবা সাধারণ নাগরিকরা সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জমা দিয়েছে।

এর আগে শুক্রবার (২ এপ্রিল) নেদারল্যান্ড সরকার ৬০ বছরের কম বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিত ঘোষণা করে। এর আগে জার্মানিও একই সিদ্ধান্ত নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো ইউরোপীয় ওষুধ সংস্থাও (ইএমএ) অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে নিরাপদ হিসেবে ঘোষণা দিয়েছিল। আগামী ৭ এপ্রিল ইএমএ থেকে এ সংক্রান্ত নতুন পরামর্শ আসতে পারে। মার্চে অ্যাস্ট্রাজেনেকা জানায়, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের ট্রায়ালে ৭৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে এবং রক্ত জমাট বাঁধার কোনও ঝুঁকি পাওয়া যায়নি।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top