ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ, নিহত অন্তত ২২ সেনা

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১, ০২:২৬

ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ, নিহত অন্তত ২২ সেনা

ভারতের ছত্তীসগঢ়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ জন জওয়ান নিহত হযেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩১ জওয়ান।

এর আগে ২০১০ সালের ৬ এপ্রিল ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ার চিন্তলনার গ্রামে অভিযানে গিয়ে মাওবাদীদের গুলিতে নিহত হয়েছিলেন ৭৬ জন। তার ঠিক ১১ বছর পর ২০২১-এর ৩ এপ্রিল একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল।

রোববার (০৪ এপ্রিল) দুপুরে বিজাপুরের পুলিশ সুপার কমললোচন কাশ্যপ ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘‘ছত্তীসগঢ়ের সুকমা-বিজাপুর সীমান্তে মাওবাদী হামলায় ২২ জন জওয়ান প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩১ জন।

খবরে বলা হয়, ছত্তীসগঢ়ের সুকমা-বিজাপুর সীমান্তে মাওবাদী দমন অভিযানে নেমেছিল সিআরপিএফ বাহিনী। সেখানেই মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আধাসেনা বাহিনীর ২২ জওয়ানের মৃত্যু হয়। এর আগে বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচ জন সেনা নিহত হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সংঘর্ষে কয়েকজন মাওবাদীও নিহত হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top