লিবিয়ায় সন্ধান মিলল আরো দুই গণকবরের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১, ২১:৪৩
লিবিয়ার রাজধানী ত্রিপোলির ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বের তারহুনা অঞ্চলে আরও দুইটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সোমবার (৫ এপ্রিল) লিবিয়া কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুটি গণকবরে ঠিক কতোজনের মরদেহ রয়েছে সেটা জানানো হয়নি।
রাজধানী ত্রিপোলি থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তারহুনা অঞ্চলটি হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। তারা জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারকে উচ্ছেদ করতে যুদ্ধে লিপ্ত ছিল। গেল বছর তাদের হটিয়ে ওই অঞ্চলটি দখলে নিয়েছে লিবিয়ার সেনাবাহিনী। এরপর থেকেই বিভিন্ন স্থানে মৃতদেহ ও গণকবরের সন্ধান মিলতে শুরু করেছে। সেখানে এ পর্যন্ত কমপক্ষে ১০টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেগুলো থেকে তিনশ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের দাবি অনুযায়ী ২০১৯ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত হাফতার বাহিনী বিভিন্ন সহিংসতায় কমপক্ষে ১ হাজার মানুষকে হত্যা করেছে। উল্লেখ্য, গেল বছরের ২৮ মে লিবিয়ার দক্ষিণাঞ্চলের মিজদাহ শহরে অপহরণকারীদের গুলিতে নিহত হয়েছিল ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন।
হয়নি।এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লিবিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।