ভারতে বিধানসভা নির্বাচন
পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষে নিহত ৫
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ২২:৩৯
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট গ্রহণের দিন শনিবার (১০ এপ্রিল) কোচ বিহারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ভোটারও রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গুলিবিদ্ধ হয়ে নিহত পাঁচজনকে তৃণমূল কংগ্রেস তাদের কর্মী বলে দাবি করেছে।
এনডিটিভি'র প্রতিবেদনে আরও জানানো হয়, কোচ বিহারের মাথাভাঙা শহরে বিজেপি-তৃণমূল সংঘর্ষের সময় ভোটকেন্দ্র লক্ষ্য করে গুলি চালালে সেখানে চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তার আগে, কোচ বিহারের শীতলকুচিতে ভোটের দিন সকালে সংঘর্ষ হলে ভোটের লাইনে দাঁড়ানো এক ভোটার গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।