করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড গড়েছে ভারত!

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ২১:০০

করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড গড়েছে ভারত

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড গড়েছে ভারত। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৮৭৯। অপরদিকে একদিনেই মারা গেছে ৮৩৯ জন।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জনের। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ২০ লাখ ৮১ হাজার ৪৪৩ জন। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৫৭। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৯৪৪ জন।

করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ রূপ ধারণ করেছে মহারাষ্ট্রে। সেখানে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে প্রায় ৬০ হাজার জন। এই রাজ্যে করোনা টিকারও সংকট দেখা দিয়েছে। ভারতে করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক, উত্তরপ্রদেশ এবং কেরালা। দেশটির মোট সংক্রমণের ৭২ দশমিক ২৩ ভাগই এই পাঁচ রাজ্যের।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top