শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মিয়ানমারে সাত শতাধিক বিক্ষোভকারী নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ২১:৩০

মিয়ানমারে সাত শতাধিক বিক্ষোভকারী নিহত

মিয়ানমারে সেনা সরকার ক্ষমতা দখলের পর গণতন্ত্রপন্থিদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযানে সাত শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে।

চ্যারিটি ফর পলিটিকাল প্রিজনারস এর একটি দৈনিক প্রতিবেদনে বলা হয়, গত শুক্র ও শনিবারও বিভিন্ন স্থানে নিরাপত্তাবাহিনীর অভিযানে অন্তত ৮২ জন নিহত হয়েছেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত ৩ হাজার ১২ জনকে কারাবন্দি করা হয়েছে। এছাড়া
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থানকারী ৬৫৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এসময় প্রেসিডেন্ট উইন্ট মিন্ট ও ক্ষমতাসীন দল এনএলডি নেত্রী অং সান সু চিসহ শীর্ষ রাজনীতিবিদদের গ্রেপ্তার করা হয়।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top