মিয়ানমারে সাত শতাধিক বিক্ষোভকারী নিহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ২১:৩০
মিয়ানমারে সেনা সরকার ক্ষমতা দখলের পর গণতন্ত্রপন্থিদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযানে সাত শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে।
চ্যারিটি ফর পলিটিকাল প্রিজনারস এর একটি দৈনিক প্রতিবেদনে বলা হয়, গত শুক্র ও শনিবারও বিভিন্ন স্থানে নিরাপত্তাবাহিনীর অভিযানে অন্তত ৮২ জন নিহত হয়েছেন।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত ৩ হাজার ১২ জনকে কারাবন্দি করা হয়েছে। এছাড়া
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থানকারী ৬৫৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এসময় প্রেসিডেন্ট উইন্ট মিন্ট ও ক্ষমতাসীন দল এনএলডি নেত্রী অং সান সু চিসহ শীর্ষ রাজনীতিবিদদের গ্রেপ্তার করা হয়।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।