ফ্রান্সে মসজিদের দেয়ালে ইসলামবিদ্বেষী গ্রাফিতি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ১৮:০৩

ছবি:  সংগৃহীত

ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি মসজিদের দেয়ালে ইসলামবিদ্বেষী স্লোগানের গ্রাফিতি আঁকার নিন্দা জানিয়েছে দেশটির সরকার। এই ঘটনাকে ফ্রান্সের ওপর হামলার সঙ্গে তুলনা করা হয়। 

ফরাসি সরকার বলছে, মুসলমানদের ওপর হামলা করা হলে তাতে ফ্রান্সকেই আঘাত করা হয়।গেল রোববার (১১ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এর বরাত দিয়ে জানা যায়, ফ্রান্সে মুসলিমবিদ্বেষ ও বৈরিতা ক্রমাগত বেড়েই চলছে। কয়েকদিন আগে আরও একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। রেন শহরের মসজিদটির একজন তত্ত্বাবধায়ক রোববার ভোরেই মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের দেয়ালে এই গ্রাফিতি দেখতে পান। এতে ইসলাম ও নবী মুহাম্মদ (সা.)কে নিয়েও অবমাননাকর মন্তব্য লেখা হয়েছে।

এছাড়া ফের ধর্মযুদ্ধ শুরুর কথা উল্লেখ করে ক্যাথলিসিজমকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় রেন শহরের কৌঁসুলির কার্যালয় থেকে একটি তদন্ত শুরু হয়েছে। স্থানীয় মুসলিম কাউন্সিলের সভাপতি মোহাম্মদ জায়দানিও এই ‘নোংরা ভাষার’ নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমরা এই প্রজাতন্ত্রের সন্তান। কিন্তু আমরা আজ ঘৃণা, সহিংসতা ও বর্বরতার কবলে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেন, ধর্মবিশ্বাসের মৌলিক স্বাধীনতার বিরুদ্ধে এটি বরক্তিকর হামলা। ফ্রান্সের অন্যান্য ধর্মাবলম্বীদের মুসলমানদেরও সমান সুরক্ষা পাওয়ার অধিকার আছে।এই ঘটনাকে অসহ্য আগ্রাসন হিসেবে আখ্যায়িত করছে ফ্রেন্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। তারা রজমান আসায় এবং মুসলিমবিদ্বেষী কার্যক্রম বেড়ে যাওয়ায় ফরাসি মুসলমানদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top