মিশরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২০
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ০০:৪৮
মিশরে বাস ট্রাক সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) দেশটির দক্ষিণ অঞ্চলে ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছে তিনজন। আল জাজিরার খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে সড়কে উল্টে যায়। এসময় ট্রাকটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
এক বিবৃতিতে আস্যুত গভর্নোরেটের গভর্নর এসাম সাদ জানিয়েছেন, বাসটি রাজধানী শহর কায়রো থেকে ভ্রমণ করছিল। চলার পথে রাজধানী শহর থেকে ৩২০ কিলোমিটার দূরে আস্যুত এলাকায় গিয়ে বাসটি উল্টে যায়।
গভর্নরের দপ্তর থেকে দুর্ঘটনার যে ছবি শেয়ার করা হয়েছে তাতে দেখা গেছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। উদ্ধারকর্মীরা বাসটির ভেতরে কেউ জীবিত আছেন কিনা সেটা দেখছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর ৩৬টি অ্যাম্বুলেন্সে করে ভুক্তভোগীদের হাসপাতালে নেয়া হয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মিশরে পরিবহন নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। এ কারণে দেশটিতে প্রতি বছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। মিশরে সড়ক দুর্ঘটনার জন্য অধিক গতি, নিম্নমানের সড়ক এবং অকার্যকর সড়ক আইনকে দায়ী করা হয়।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: মিশর বাস-ট্রাক সংঘর্ষ নিহত ২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।