ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়ায় জাহাজ বাজেয়াপ্ত করল মিসর

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ১৭:০৫

সুয়েজ খালের জাহাজ বাজেয়াপ্ত করল মিসর

সুয়েজ খালে আটকে পড়া দৈত্যাকার জাহাজ এভার গিভেনকে শেষপর্যন্ত বাজেয়াপ্ত করল মিসর। ক্ষতিপূরণের অর্থ না দেয়া পর্যন্ত সেটি দেশটির অধীনে থাকবে। সুয়েজ খাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, আদালতের নির্দেশের পরই এই সিদ্ধান্ত নেয়া হয়।

মিসরের কর্তৃপক্ষ দাবি করছে, সুয়েজ খালে জাহাজটি আটকে থাকার কারণে যে ক্ষতি হয়েছে তা ১০০ কোটি ডলারের মত হবে। জাহাজটি বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথকে অবরুদ্ধ করেছিল। সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি জানিয়েছেন, এভার গিভেন জাহাজটি ক্ষতিপূরণের ৯০০ মিলিয়ন ডলার দিতে ব্যর্থ হওয়ায়, সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

এভার গিভেনের জাপানি মালিক শোয়েই কাইজেন কাইশা লিমিটেড জানিয়েছে, মিসরের একটি আদালতের কাছ থেকে আদেশ পাওয়ার পরে খাল কর্তৃপক্ষ জাহাজটি নিয়ে যায়। তবে অপর একটি সূত্রের মতে, আপাতত জাহাজটির জাপানি মালিক, সেটির সংস্থা, ইনসিওরেন্স কোম্পানি এবং সুয়েজ খাল কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিপূরণের অর্থ নিয়ে আলোচনাও চলছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top