ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ১৭:৩২

ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো

মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ২৯৬ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ১ লাখ ৭৩ জন। গেল ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৪৫ জন।

এর মধ্য দিয়ে ইউরোপের তৃতীয় দেশ হিসেবে করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়ালো ফ্রান্সে। এর আগে যুক্তরাজ্য ও ইতালিতে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছিল। বর্তমানে যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯১। আর ইতালিতে ১ লাখ ১৫ হাজার ৯৩৭ জন।

করোনায় ১ লাখ মৃত্যুর শোক জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইট বার্তায় লিখেছেন, আমরা কারোর চেহারা ও নাম ভুলে যাবো না। স্বজনহারাদের পরিবারের প্রতি আমাদের সবার সহানুভূতি ও সমবেদনা রয়েছে। কেউ তাদের পরিবারকে হারিয়েছে, কেউ কাছের মানুষকে, কেউবা হারিয়েছে সন্তানকে, কেউবা বাবা-মাকে। কেউ হারিয়েছে দাদা-দাদি, নানা-নানিকে, কেউবা ভাইবোনকে। সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top