মসজিদে আকসায় রমজানের প্রথম জুমায় হাজারো ফিলিস্তিনি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ২৩:১৯
ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে পবিত্র রমজানের প্রথম জুমার নামাজে ৭০ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন।
করোনাকালে এ মসজিদে এটিই সর্ববৃহৎ জমায়েত। করোনা সংক্রমণ রোধে পূর্ব জেরুজালেমের বাইরে থেকে কেবল করোনা টিকা নেওয়া মুসল্লিরা জুমায় অংশগ্রহণের সুযোগ পান। খবর আনাদোলু এজেন্সির।
খবরে জানা যায়, ফিলিস্তিনের ইসলামিক অ্যাফেয়ার্সের ওয়াকফ কাউন্সিল প্রধান শায়খ আজ্জাম আল খতিব বলেন, মসজিদে আকসায় জুমার নামাজে ৭০ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। গত বছরের রমজানে ইসরায়েলি কর্তৃপক্ষ আমাকে ছাড়া আর কাউকে আল আকসায় প্রবেশ করতে দেয়নি।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।