ভারতে করোনা হাসপাতালে আগুন, মৃত্যু ৫

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ২০:৩৮

ভারতে করোনা হাসপাতালে আগুন, মৃত্যু ৫

ভারতে ছত্তিশগড়ের রায়পুরে একটি করোনা হাসপাতালে ভয়াবহ আগুন লেগে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭টা ১০ মিনিটে করোনা চিকিৎসায় নিয়োজিত রায়পুরের রাজধানী হাসপাতালে এই আগুন লাগে। সে সময় হাসপাতালে অন্তত ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

স্থানীয় পুলিশের সুপারিনটেন্ডেন্ট বলেন, ওই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একজন দগ্ধ হয়ে এবং বাকিদের শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হাসপাতাল মালিকের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগে মামলা করা হবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এ ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: ভারত আগুন


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top