যুক্তরাজ্যের লাল তালিকায় ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ১৭:৫৭

যুক্তরাজ্যের লাল তালিকায় ভারত

যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া ভারতের করোনাভাইরাসের ভেরিয়েন্টে ১০৩ জন আক্রান্ত হয়েছে। সে কারণে ভারতকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য।

তাই ভারত থেকে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না। সেই সাথে গেল ১০ দিন আগে যারা ভারতে ছিলেন তারাও যুক্তরাজ্যে ফিরতে পারবেন না। সোমবার (১৯ এপ্রিল) ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হেনকক এমনটাই জানিয়েছেন। 

হ্যানকক বলেন, ‘আমরা ভারতকে লাল তালিকাভূক্ত করার মতো কঠিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের মানে হচ্ছে যারা যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ব্রিটিশ নাগরিক নন এবং ভারতে ১০দিন ছিলেন তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। আর যেসব ব্রিটিশ নাগরিক গেল ১০ দিন ভারতে ছিলেন এবং দেশে ফিরতে চান তাদেরকে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইন করতে হবে।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top