শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ইতালির ১৫টি অঞ্চলকে হলুদ জোন ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ২০:০৩

ইতালির ১৫টি অঞ্চলকে হলুদ জোন ঘোষণা করেছে সরকার

ইতালির ১৫টি অঞ্চলকে হলুদ জোন ঘোষণা করেছে সরকার। ফলে এসব অঞ্চলে চলাচল শিথিল করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) থেকে এসব অঞ্চলের বার, রেস্টুরেন্ট, সিনেমা, থিয়েটারসহ সকল প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

জানা গেছে, ইতালিতে করোনা সংক্রমণ আগের তুলনায় অনেক কমেছে, তবে এখনও নিয়ন্ত্রণে নয়। এ অবস্থা বিবেচনায় রেখে দেশটির সরকার ঝুকিপূর্ণ অঞ্চলকে আলাদা করে শিথিলতার ঘোষণা দিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রোবেরতো স্পেরেন্সা শনিবার (২৪ এপ্রিল) নতুন নিয়মের তথ্য নিশ্চিত করেন।

হলুদ জোনে ফিরে আসায় ইতালির প্রায় ৫ কোটি নাগরিকের চলাচল শিথিল হয়েছে। তারা বাইরে রেস্টুরেন্ট, বারে খেতে পারবেন, তবে কেউ ভেতরে বসতে পারবেন না। রেস্টুরেন্ট ও বারের বাইরে টেবিলে বসে খেতে পারবেন। শুধুমাত্র সিনেমা, থিয়েটারে চেয়ারে বসা যাবে, রাত ৯টার পর বন্ধ করতে হবে এসব প্রতিষ্ঠান। ১০টা থেকে জারি হবে কারফিউ।

হলুদ জোনের আওতায় এসেছে আব্রুজ্জো, ক্যাম্পানিয়া, এমিলিয়া-রোমানা, ফ্রিউলি ভেনিজিয়া গিউলিয়া, লাজিও, লিগুরিয়া, লম্বার্ডি, মোলিস, মার্কে, পাইডমন্ট, বলজানো, ট্রেন্টো, টুসনি, আম্বরিয়া এবং ভেনেটো অঞ্চল। তবে ইতালির দক্ষিণে সারদেনিয়ায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেখানে লাল জোন অব্যাহত থাকবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top