মদের নেশায় স্যানিটাইজার খেয়ে ৭ শ্রমিকের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ০১:৪৭

মদের নেশায় স্যানিটাইজার খেয়ে ৭ শ্রমিকের মৃত্যু

মদ কেনার টাকা নেই। আবার টাকা থাকলেও লকডাউনে বন্ধ মদের দোকান। তাই নেশার টানে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে অকালে মরলো সাতজন।

ঘটনাটি ঘটেছে প্রতিবেশি ভারতের রাজ্য মহারাষ্ট্রে।

করোনা নিয়ন্ত্রণে কঠোর লকডাউন চলছে সেখানে। মহারাষ্ট্রের যাভাৎমাল জেলার বানি গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত সাতজনই শ্রমিক ছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা সবাই মদ কিনতে চেয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। মদের নেশায় তারা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার পান করেন।

পান করার পরপরই অসুস্থ হয়ে যান তারা। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

এর আগেও দেশটির অন্ধ্রপ্রদেশে স্যানিটাইজার খেয়ে ১০ জনের মৃত্যু হয়। সূত্র : এনডিটিভি

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top