টিকার কাঁচামাল ভারতে পাঠানোর ঘোষণা বাইডেনের
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ২০:০৪
ভারতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশটিতে টিকার কাঁচামাল পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি জানিয়েছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন কোভিশিল্ড তৈরির জন্য ভারতের পুনে ভিত্তিক সিরাম ইনস্টিটিউটের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।
ভারতে করোনার দাপট শুরু হওয়ার পর এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ব্রিটেনসহ বিভিন্ন দেশ। খবর ইন্ডিয়া টুডের
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এর মুখপাত্র এমিলি হর্ন একটি বিবৃতিতে জানিয়েছেন, ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এবং তার আমেরিকান সহযোগী জ্যাক সুলিভানের মধ্যে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জরুরিভিত্তিতে ভারতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্যে জীবনদায়ী ওষুধ, টেস্ট কিট, ভেন্টিলেটর এবং ফ্রন্ট-লাইনের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পিপিই সরবরাহ করবে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: টিকার কাঁচামাল ভারত বাইডেন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।