ভারতের করোনা পরিস্থিতি নিয়ে ডব্লিউএইচও'র উদ্বেগ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ১৯:৫৪
প্রাণঘাতী করোনা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ভারতে। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড গড়ছে দেশটি। ভারতের করোনা রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরোস আধানম গেব্রিয়েসুস।
সোমবার (২৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন বলে বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
গেব্রিয়েসুস বলেন, ‘ভারতের পরিস্থিতি হৃদয়বিদারকেরও অতীত। দেশটিকে সহায়তায় চিকিৎসা সরঞ্জাম দেয়াসহ যা যা করা দরকার, ডব্লিউএইচও তার সবই করবে।’
ডব্লিউএইচও প্রধান বলেন, করোনা রোগীদের চিকিৎসায় ভারতে হাজার হাজার অক্সিজেন কনসেনট্রেটর, ভ্রাম্যমাণ ফিল্ড হাসপাতাল ও ল্যাবরেটরির কাজে দরকার প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হবে।
গেব্রিয়েসুস বলেন, পোলিও, যক্ষ্মাসহ ডব্লিউএইচওর অন্যান্য কর্মসূচিতে নিয়োজিত থাকা ২ হাজার ৬০০ জনেরও বেশি বিশেষজ্ঞকে ভারতে পাঠানো হয়েছে। তারা মহামারি মোকাবিলায় ভারতের স্বাস্থ্য কর্মকর্তাদের সহায়তা করবেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।