আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২১, ১৮:৩৮
আফগানিস্তানের লোঘার প্রদেশে একটি গেস্ট হাউসে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দেশটির লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমের একটি অতিথিশালায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসির
বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটি থেকে চূড়ান্তভাবে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর আগ-মুহূর্তে এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটলো। হামলায় ৯০ জনের মতো আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ।
প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, ইফতার চলাকালে হঠাৎ-ই নিরাপত্তা বলয় ভেঙে ভারী একটি ট্রাক ঢুকে যায় ‘পুল ই আলম’ অতিথিশালায়। জোরালো বিস্ফোরণে মূলভবন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় চারপাশের ঘরবাড়ি। প্রশাসনের দাবি, নিহতদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আগত শিক্ষার্থীরা।
বিস্ফোরণে অতিথিশালার ছাদ পর্যন্ত ধসে পড়ে। অতিথিশালার ধসে পড়া ছাদের নিচে অনেকে আটকা পড়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ ও জরুরি উদ্ধারকারী সংস্থার কর্মীরা।
লগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টেনেকজাই বলেন, হামলায় নিহতদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থী আছে। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল।
হামলায় ৯০ জন আহত হয়েছেন। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।