জেদ্দা বন্দরে হুথিদের ড্রোন হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২১, ০২:৩৫

সংগৃহিত

সৌদি আরবের জেদ্দা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। শনিবার (১ মে) সকালের দিকে লোহিত সাগরের জেদ্দা বন্দরকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলা চালায়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টুইটারে জানিয়েছে, সৌদি বিমান প্রতিরক্ষা ইউনিট একটি এয়ার টার্গেট প্রতিহত ও ধ্বংস করেছে। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি।

এর আগে বুধবার হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল। ওই হামলায় ইয়েমেনে তৈরি কাসেফ টুকে ড্রোন ব্যবহার করা হয়। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক 'আগ্রাসনে'র প্রতিবাদে এসব হামলা চালানো হয় বলে দাবি করে আসছে হুথি বিদ্রোহীরা।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top