করোনায় মৃত্যু প্রায় ৩৩ লাখ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২১, ১৮:৪৪
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভারতসহ বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ৩৩ লাখ। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৩ লাখের বেশি মানুষ।
গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ২২ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৩ হাজার ১৩ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার (০৯ মে) সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২ লাখ ৯৬ হাজার ৫৯১ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৩ লাখ ১২ হাজার ৮৬৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।
বিশ্বে করোনয় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৫ হাজার ৫৮৮ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৫৮১ জনের দেহে।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৯১১ জন। মারা গেছেন ২ লাখ ৪২ হাজার ৩৯৮ জন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।