গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ২১
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২১, ১৮:১৯
জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে ৩ দিন ধরে হামলা চালানোর পর এবার গাজায় বিমান হামলা চিলিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৯ শিশুও রয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। খবর আল জাজিরার
তিন দিন ধরে জেরুজালেমের আল আকসা চত্বরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর হামলা করছে। এতে কয়েকশ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এর জেরে সোমবার ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এর জবাবে মুহুর্মুহু বিমান হামলা চালায় ইসরায়েল।
শুক্রবার থেকে আল আকসা প্রাঙ্গনের ইসরায়েলি বাহিনী হামলা চালালেও সোমবার মসজিদের ভেতরে তাণ্ডব চালায় তারা। এদিন মসজিদ চত্বরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিশিখা এত বড় ও উজ্জ্বল ছিল যে, পূর্ব জেরুজালেমের শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেছে সেই আগুনের শিখা।
বিস্ফোরণের ফলে ইসরায়েল পুলিশ বাহিনীর সদস্যসহ সে সময় মসজিদ চত্বর ও তার আশাপাশের এলাকার অন্তত ৩৩১ জন আহত হয়েছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।