ইসরায়েল নিয়ে প্রশ্ন করলেই গাড়ি চাপা দেব: বাইডেন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২১, ১৯:৪০
ফিলিস্তিনের গাজা নিয়ে ইসরায়েল এবং হামাসের চলমান সহিংসতার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বুধবার (১৯ মে) সকালে ফের ফোনালাপ হয়েছে।
আলাপকালে বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, তিনি যুদ্ধবিরতির পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যাশা করেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার তার নতুন ফোর্ডের ইলেক্ট্রিক এফ-১৫০ পিকআপ ট্রাকে চালিয়ে পরীক্ষা করার সময় এক সাংবাদিককে কৌতুক করে বলেছেন, ইসরায়েল নিয়ে প্রশ্ন করতে তাকে গাড়িচাপা দিবেন।
এক সাংবাদিক জো বাইডেনকে বলেন, মি. প্রেসিডেন্ট, আমি গাড়ি চালিয়ে যাওয়ার আগে ইসরায়েল নিয়ে আপনাকে দ্রুত একটি প্রশ্ন করতে পারি? কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ। তখন বাইডেন বলেন, না, আপনি তা পারেন না। যদি না আপনি গাড়ির সামনে আসেন এবং আমি গাড়ি চালিয়ে যাব। হেসে বলেন তিনি, আমি কিন্তু আপনাকে ক্ষেপিয়ে দিচ্ছি।
চফিলিস্তিন-ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় কংগ্রেসের ডেমোক্র্যাট নেতাদের সমালোচনার মুখে পড়েছেন জো বাইডেন। ইসরায়েল গাজায় বিমান থেকে বৃষ্টির মতো বোমা ফেলছে। গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য হামাসও রকেট ছোড়ছে। মার্কিন বার্তা সংস্থার এপি'র তথ্য অনুসারে, এখন পর্যন্ত ফিলিস্তিনে ২১৩ ও ইসরায়েলে ১০ জন নিহত হয়েছেন।
এনএফ৭১/ফামি/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।