মুম্বাইয়ে বার্জ ডুবি, নিখোঁজ ৩৮

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২১, ২০:৫১

ছবি:  সংগৃহীত

 ২৬১ যাত্রী নিয়ে চারদিন আগে মুম্বাই উপকূল থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে ডুবে যায় বার্জ পি-৩০৫। যাত্রীদের মধ্যে ৩৮ জন এখনো নিখোঁজ রয়েছেন।

 

এনডিটিভির বরাত দিয়ে জানা যায় বৃহস্পতিবার (২০ মে) পর্যন্ত এ ঘটনায় ৩৭ মরদেহ এবং ১৮৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  

গেল সোমবার (১৭ মে) ঝড়ের কবলে পড়ে আরব সাগরে বার্জটি ডুবে যায়। এরপর বার্জের নাবিকদের উদ্ধারে আইএনএস কোচি, কলকাতা, জিস, বেতওয়া এবং ত্যাগ নামে নেভির পাঁচটি জাহাজ উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারে অংশ নেয় হেলিকপ্টারও।

সোমবার রাতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে তাওতে। ‘অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়ে’ রূপ নেওয়া তওকতের আঘাতে গুজরাটের ১২ জেলায় অন্তত ৪৫ জনের প্রাণহানী হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গুজরাটের সৌরাষ্ট্র বিভাগের আমরেলি জেলায়। সেখানে মারা গেছেন ১৫।

এনএফ৭১/ফামি/২০২১ 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top