শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

গঙ্গায় ভাসে আসছে লাশ, আতঙ্কে মাছ কিনছেন না কেউ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২১, ২১:০৯

গঙ্গায় ভাসে আসছে লাশ, আতঙ্কে মাছ কিনছেন না কেউ

সম্প্রতি উত্তরপ্রদেশের হামিরপুর ও বিহারের বক্সারে গঙ্গায় শতাধিক লাশ ভাসতে দেখা গেছে। এছাড়া নদীর তীরে বালুতেও পুঁতে ফেলা হয়েছে বহু লাশ। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা মৃতদেহগুলো করোনায় আক্রান্তদের।

পশ্চিমবঙ্গের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, করোনায় আক্রান্তদের মৃতদেহ ভেসে আসায় নদীর পানি ও মাছ বিষাক্ত হয়ে গেছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা তাই মাছ কেনা প্রায় বন্ধ করে দিয়েছে। আগে যে মাছের দাম ছিল কেজি প্রতি ২৮০ থেকে ৩০০ টাকা সেই মাছ ১৬০ থেকে ১৫০ টাকায়ও কেউ কিনতে চায় না। ছোট মাছ অবশ্য কিছু বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাছ বাজার শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট মাছ বাজার সাতদিনের বদলে তিনদিন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মালদহ শহরের মাছ বিক্রেতা শেখ নিশান্ত বলছেন, 'দুই দিন আগেও গঙ্গার মাছ আনলে মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যেত। এখন ক্রেতারা আগেই জিজ্ঞেস করছেন, গঙ্গার মাছ নয় তো? বিশেষ করে বড় মাছ বিক্রি করতে খুব অসুবিধে হচ্ছে। ক্রেতাই নেই ৷ ছোট মাছ অবশ্য কিছুটা বিক্রি হচ্ছে ৷'

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top