বোমাতঙ্কে বিমানের জরুরি অবতরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২১, ২২:৪১

বোমাতঙ্কে বিমানের জরুরি অবতরণ

জার্মানির রাজধানী বার্লিনে বোমাতঙ্কের খবরে রিয়ানএয়ারের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। বিমানটিতে ১৬০ জন আরোহী ছিল। জার্মান পুলিশ জানিয়েছে, বিমানটি পোল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরুর পর জরুরি অবতরণ করেছে।

জানা গেছে, স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে বিমানটি বার্লিনের ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে পৌঁছায়। বার্লিন থেকে পুনরায় যাত্রা করার পর বিমানে বোমাতঙ্কের খবরে এটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। জরুরি অবতরণের পর পরই বিমানটিতে তল্লাশি চালানো হয়। বার্লিন পুলিশের এক মুখপাত্র বলেন, কর্মকর্তারা নিরাপত্তা তল্লাশি সম্পূর্ণ করেছে। সেখানে বিপজ্জনক কিছু পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

বিমানবন্দরের মুখপাত্র জেন পিটার হ্যাক বিল্ড পত্রিকাকে বলেন, জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চেয়েছিল রিয়ানএয়ারের বিমানটি। তাদেরকে সঙ্গে সঙ্গেই অবতরণের অনুমতি দেয়া হয়।

ওই বিমানের যাাত্রীদের অপর একটি বিমানে করে পোল্যান্ডে পাঠানো হবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। বিল্ড জেউতুংয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানের ফ্লাইটে থাকা ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্রেও তল্লাশি চালানো হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top