শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২১, ২৩:৫৬

নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু

নেপালে প্রথম একজনের মৃত্যু হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণা প্রসাদ পৌদেল শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

কৃষ্ণা প্রসাদ জানিয়েছেন, নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ১০ জন। ৬৫ বছরের যে ব্যক্তি মারা গিয়েছে ,তিনি নেপালের পশ্চিমের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।

তিনি বলেন, ‘নাকের সোয়াব টেস্টে ফাঙ্গাসের অনেক বেশি উপস্থিতি এবং একটি বায়োপসি পরীক্ষায় নাক ও ঠোঁটে শ্লেষ্মা দেখা গেছে। ৩ জুন তিনি মারা গেছেন।’

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top