ইসরায়েলি পুলিশ মুক্তি দিল আল জাজিরার সাংবাদিককে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২১, ২১:৩৩

ইসরায়েলি পুলিশ মুক্তি দিল আল জাজিরার সাংবাদিককে

গ্রেফতারের কয়েক ঘণ্টা পরই ইসরায়েলি পুলিশ আল জাজিরার সাংবাদিক গিভারা বুদেইরিকে ছেড়ে দিয়েছে। পুর্ব জেরুজালেমের শেখ জাররাহতে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার সময় ইসরায়েলি পুলিশ গ্রেফতার করেছিল এই আরবি ভাষার সাংবাদিককে।

২০০০ সাল থেকে গিভারা বুদেইরি আল জাজিরায় কর্মরত রয়েছেন। তাকে যখন ইসরায়েলি পুলিশ গ্রেফতার করে তখন তিনি ‘প্রেস’ লেখা জ্যাকেট পড়ে ছিলেন। ইসরায়েলি সরকারের প্রেস অফিসের কার্ডও সঙ্গে ছিল তার ।

বুদেইরি এক নারী পুলিশকে আঘাত করেছেন বলে অভিযোগ করেছে ইসরায়েলি পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বুদেইরি। ১৫ দিন না হওয়া পর্যন্ত শেখ জাররাহতে বুদেইরি যেতে পারবেন না, এমন শর্তে তাকে মুক্তি দেয় ইসরায়েলি পুলিশ।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top