৭০ দিনে ভারতের সর্বনিন্ম করোনা শনাক্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২১, ২২:৫০

৭০ দিনে ভারতের সর্বনিন্ম করোনা শনাক্ত

ভারতে কয়েকদিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করায় কিছুটা স্বস্তি মিলেছে জনজীবনে। একদিনে দেশটিতে ৮০ হাজার ৮৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত দুই মাসের মধ‌্যে সর্বনিন্ম।

একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩০৩ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৪ লাখ ছাড়িয়েছে। অপরদিকে এখন পর্যন্ত ভারতে মোট মারা গেছে ৩ লাখ ৭০ হাজার ৪০৭ জন।

তবে দেশটিতে সুস্থতার সংখ্যা অনেকটাই বেড়েছে। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ৬২ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ২৫ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৪৮ জন।

করোনা সংক্রমণে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে তামিলনাড়ু, কেরালা এবং মহারাষ্ট্র। তামিলনাড়ুতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১০৮, কেরালায় ১৩ হাজার ৮৩২ এবং মহারাষ্ট্রে ১০ হাজার ৬৯৭।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top