আক্রান্ত বেড়ে ১৭ কোটি ৬৭ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২১, ১৫:৫৬

আক্রান্ত বেড়ে ১৭ কোটি ৬৭ লাখ

চলছে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ। এতে প্রাণ হারাচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ। শত চেষ্টাতেও নিয়ন্ত্রণের লক্ষণ নেই। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা ফের বেড়েছে। তবে আগের দিনের থেকে কমেছে মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৭২ হাজার।

সোমবার (১৪ জুন) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটার থেকে এই তথ্য জানা গেছে।

এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ কোটি ৬৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ১৯ হাজার ৩০০।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৫৬০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় এক হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ১৯ হাজার ৩ শত জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৫৯৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৬৭ লাখ ২ হাজার ৮৩ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৯৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৫ হাজার ৫৩ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৯৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৪৭৬ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৫ লাখ ৬ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজার ২২৬ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৪০ হাজার ৬৬৫ জন, রাশিয়ায় ৫২ লাখ ৮ হাজার ৬৮৭ জন, যুক্তরাজ্যে ৪৫ লাখ ৬৫ হাজার ৮১৩ জন, ইতালিতে ৪২ লাখ ৪৪ হাজার ৮৭২ জন, তুরস্কে ৫৩ লাখ ৩০ হাজার ৪৪৭ জন, স্পেনে ৩৭ লাখ ৩৩ হাজার ৬০০ জন, জার্মানিতে ৩৭ লাখ ২৩ হাজার ২৯৪ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৫২ হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৪২০ জন, রাশিয়ায় এক লাখ ২৬ হাজার ৪৩০ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৯০৪ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ২ জন, তুরস্কে ৪৮ হাজার ৭২১ জন, স্পেনে ৮০ হাজার ৫০১ জন, জার্মানিতে ৯০ হাজার ৪৭০ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩০ হাজার ৯৫ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top