যুক্তরাষ্ট্রে ভবন ধস: নিখোঁজ ৯৯

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ জুন ২০২১, ২০:৫৬

যুক্তরাষ্ট্রে ভবন ধস: নিখোঁজ ৯৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে একটি ১২ তলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং ৯৯ জন নিখোঁজ রয়েছেন। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার (২৪ জুন) মিয়ামি-দাদে কাউন্টির ১২ তলা চ্যাম্পলিন টাওয়ারের একাংশ আছড়ে পড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দুর্ঘটনার সময় ভবনে কতজন মানুষ ছিলেন তা নিশ্চিত করতে পারছে না কেউ।

সার্ফসাইড শহরে এই ভবনটি নির্মিত হয়েছিল ১৯৮০ সালে। যারা নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন লাতিন আমেরিকান অভিবাসী রয়েছেন বলে ওই দেশগুলোর কনস্যুলেট থেকে জানানো হয়েছে।

ফ্লোরিডা রাজ্যের গভর্নর রন ডেনসান্তিস বলেন, আমরা খুবই খারাপ একটা ঘটনার মুখোমুখি হয়েছি। জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top