মেক্সিকোতে গোলাগুলিতে ১৮ জন নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ জুন ২০২১, ২১:১৬
মেক্সিকোতে সন্দেহভাজন প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারীদের মধ্যে শুক্রবার ওই গোলাগুলির ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজ্য সরকারের মুখপাত্র রোকিও আগুইলার জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে বেশ কয়েকটি মাদক পাচারকারী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব থেকেই একদল অন্যদলের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এর আগে বুধবার জাকাতেকাস রাজ্যের একটি ব্রিজে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
মেক্সিকোতে প্রায়ই মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত তিন লাখের বেশি মানুষ মাদক সম্পর্কিত বিভিন্ন সহিংসতায় নিহত হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।