রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

করোনার ভুয়া টিকা পেল ভারতের আড়াই হাজার মানুষকে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ জুন ২০২১, ২৩:৪৪

করোনার ভুয়া টিকা পেল ভারতের আড়াই হাজার মানুষকে

ভারতের বিভিন্ন রাজ্যের আড়াই হাজার মানুষকে করোনার ভুয়া টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে মুম্বাই ও মহারাষ্ট্রে দুই হাজার এবং বাকী ৫০০ টিকা পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ধারণা করা হচ্ছে, টিকার পরিবর্তে স্যালাইন দেওয়া হয়েছে তাদের। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেসরকারি হাসপাতালের দুই চিকিৎসক রয়েছেন। ভুয়া টিকার এই চক্রটির টার্গেট ছিল একটি ক্ষেত্রে অভিজাত এলাকার বাসিন্দারা।

এদিকে কলকাতার পুলিশ জানিয়েছে, কলকাতায় আটটি ভুয়া করোনার টিকাকেন্দ্রের সন্ধান পাওয়া গেছে। এই চক্রটির প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। নিজেকে কলকাতা পৌর করপোরেশনের যুগ্ম কমিশনার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে তিনি এই টিকাদান শিবির চালাতেন। নিজেকে একজন আইএএস কর্মকর্তা হিসেবেও পরিচয় দিতেন তিনি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top