মালিতে সন্ত্রাসী হামলায় ১৩ শান্তিরক্ষী আহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ জুন ২০২১, ০০:১১
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসীদের গাড়িবোমা হামলায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ১৩ সেনা আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন জার্মান নাগরিক ও একজন বেলজিয়ান নাগরিক।
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (মিনুসমা) মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার দেশটির গাও অঞ্চলের ইচাগারা গ্রামে শান্তিরক্ষীদের একটি অস্থায়ী ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই অঞ্চলে আল কায়েদা ও আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় বলে জানা যায়।
জাতিসংঘ মিশনের পক্ষ থেকে প্রথমে এ হামলায় ১৫ জন আহত বলে জানানো হয়েছিল। তবে পরে সেই সংখ্যা সংশোধন করে ১৩ জন বলে নিশ্চিত করেছেন মুখপাত্র। এছাড়া অন্য আরেকটি হামলায় মালির ছয় সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বলেও জানা গেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।