বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ জুন ২০২১, ২১:১১
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে উদ্বেগজনকভাবে। গেল ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ৭৬৯ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৭০৭ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। রোববার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত ১৮ কোটি ১৫ লাখ ৪৬ হাজার ২৬৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৩২ হাজার ৭৪১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫৯৭ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া, স্পেন, জার্মানি, ইরান, পোল্যান্ড, মেক্সিকো, ইউক্রেন, ইন্দোনেশিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০। গেল কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে দেশে বাড়ছে সংক্রমণের হার।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।