শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সহকর্মীকে চুমু খাওয়ায় পদ ছাড়তে হলো যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ জুন ২০২১, ২২:১২

সংগৃহীত

একজন সহকর্মীকে চুমু খেয়ে সামাজিক দূরত্বের নীতিমালা ভঙ্গ করার পর যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুন) পদত্যাগ করেছেন হ্যানকক। বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেও সমালোচনা থামেনি। তাই বাধ্য হলেন তিনি পদ ছাড়তে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘সত্যি বলতে কি, যে জনগণ মহামারিতে এতকিছু হারিয়েছে, সেই জনগণকে ছোট করার পর এতটুকু করা সরকারের দায়িত্ব।’

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‌‘ব্যথিত’ চিত্তে পদত্যাগপত্রটি গ্রহণ করতে হয়েছে তাকে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে. সাবেক চ্যান্সেলর সাজিদ জাভিদকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top