ভারতে শনাক্তের হার নামল ২ শতাংশে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ জুন ২০২১, ২২:৩২

ভারতে শনাক্তের হার নামল ২ শতাংশে

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমছে ধীরে ধীরে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ২৫৮ জনের। এ নিয়ে ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনে।

এই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি দুই লাখ ৩৩ হাজার ১৮৩ জনে। রোববার (২৭ জুন) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৩০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫০ হাজার ৪০ জনের রিপোর্ট পজিটিভ আসে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২ দশমিক ৮২ শতাংশ। এ নিয়ে টানা ২০ দিন দেশটিতে শনাক্তের হার ৫ শতাংশের নিচে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top