চীনের বাজার থেকে গাড়ি সরিয়ে নিচ্ছে টেসলা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০৭:০৫

চীনের বাজার থেকে গাড়ি সরিয়ে নিচ্ছে টেসলা

চীনের বাজার থেকে নিজেদের ২ লাখ ৮৫ হাজারের বেশি গাড়ি সরিয়ে নিচ্ছে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ব্রেকিং সিস্টেমে দুর্বলতার কারণে এই সিধান্ত নিয়েছে তারা। শনিবার এ ঘোষণা দেয় মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানটি।

চীনের বাজার থেকে সরিয়ে নেয়া গাড়িগুলোর মধ্যে ৩৫হাজার ৬৬৫টি আমদানি করা মডেল ৩ রয়েছে। এছাড়া রয়েছে টেসলার সাংহাই কারখানায় তৈরি ২লাখ ৪৯ হাজার ৮৫৫টি মডেল ৩ এবং মডেল ওয়াইয়ের গাড়ি। আগে থেকেই টেসলার মডেল ৩ গাড়ির নিয়ন্ত্রণ নিরাপত্তার বিষয়টি আলোচনায় ছিল চীনে।

এরপরে চীনে বহুল প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোয় নিজেদের অফিসিয়াল পেইজে দুঃখ প্রকাশ করে টেসলা। যেখানে তারা উল্লেখ করে, চীনের বাজারের জন্য আলাদাভাবে ব্রেকিং সিস্টেমে গুরুত্ব দিবে প্রতিষ্ঠানটি।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: চীন টেসলা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top