জম্মুতে বিমান ঘাঁটিতে ড্রোন হামলার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০৭:১৪

 জম্মুতে বিমান ঘাঁটিতে ড্রোন হামলার

প্রথমবারের মতো ভারত অধিকৃত জম্মুর বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ভোররাতে ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটেছে। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে জম্মু ও কাশ্মিরের পুলিশ।

জানা গেছে, পাকিস্তান সীমান্ত থেকে ১৬ কিলোমিটার দূরে বিমানবন্দরটিতে রোববার স্থানীয় সময় ভোররাত ২টার কিছুক্ষণ আগে বিস্ফোরণ দুটি ঘটে। প্রথম বিস্ফোরণটি ঘটেছে রাত ১টা ৩৭ মিনিটে এবং দ্বিতীয় বিস্ফোরণটি রাত ১টা ৪৩ মিনিটে।

প্রথম বিস্ফোরণে বিমান ঘাঁটির প্রযুক্তি বিভাগের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় বোমাটি খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে।বিমান বাহিনীর দুই সদস্য হামলায় আহত হয়েছেন।

জম্মু ও কাশ্মিরের পুলিশ প্রধান দিলবাগ সিং বলেছেন, ‘জম্মুর ঘাঁটির উভয় বিস্ফোরণে ব্যবহৃত ড্রোনে যুক্ত করা বোমা ব্যবহার করা হয়েছে। আরেকটি অবিস্ফোরিত বোমা জম্মু পুলিশ উদ্ধার করেছে।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top