ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে ৭ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ জুলাই ২০২১, ০৪:২১

ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে ৭ জনের মৃত্যু

আবারো ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা উল্টে মৃত্যু হয়েছে সাতজনের। স্থানীয় সময় বুধবার ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে ৮ কিলোমিটার দূরে নৌকাটি উল্টে যায়। নৌকাটি থেকে ৪৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছে আরও ৯ আরোহী।

সাম্প্রতিক সময়ে সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষ পাড়ি দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। এ সময় ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিতে যেয়ে সাগরে ডুবে প্রাণ হারাচ্ছে বহু মানুষ। তারপরেও সাগরপথে জনস্রোত কোনভাবেই ঠেকানো যাচ্ছে না।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইতালিতে প্রায় ১৯ হাজার ৮শ অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৬ হাজার ৭শ'র সামান্য বেশি।

মঙ্গলবার রাতে চারটি নৌকায় করে আরও প্রায় ৩০০ অভিবাসনপ্রত্যাশী লাম্পেদুসা দ্বীপে নেমেছে বলে একটি প্রতিবেদনে জানা গেছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top