• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কম খরচে লাভ বেশি

ভুট্টা চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:২২

সংগৃহীত

গম, তিল, সয়াবিন ও বোরো ধান চাষের চেয়ে ভুট্টায় কম খরচে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের চরাঞ্চলের কৃষকরা। পতিত জমি ও বালুচরে হচ্ছে এসব ভুট্টা চাষ। এর ফলে বেশি লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, গত বছর জেলায় ভুট্টা চাষ হয়েছিল ৯ হাজার হেক্টর জমিতে আর এ বছর জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬০০ হেক্টর বেশি।

আরও পড়ুন: ১৮ মাসে ইউরোপে গ্যাসের মূল্য কমে সর্বনিম্ন

কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নের চর কদমতলা গ্রামের ভুট্টা চাষি মো. মতিয়ার রহমান বলেন, ‘ভুট্টা চাষে বিঘাপ্রতি ৮ হাজার টাকা খরচ হয়। ‘গত বছর ৫ একর জমিতে ভুট্টা চাষ করে বিঘাপ্রতি ২৮-৩০ মণ ভুট্টা পেয়েছি এবং ভালো দামে বিক্রি করতে পেরেছি। বিঘাপ্রতি ১২-১৪ হাজার টাকা লাভ হয়েছে। এবার আরও বাড়িয়ে ১০ একর জমিতে ভুট্টা চাষ করেছি। আশা করছি গত বছরের তুলনায় ফলন ও দাম দুটোই ভালো পাবো।’

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, ‘এ বছর চরাঞ্চলে আমরা সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে সার, বীজসহ বিভিন্ন প্রণোদনা দিয়েছি। আশা করছি এ বছর কৃষকরা আরও লাভবান হবেন। আগামীতে জেলায় ভুট্টা চাষ আরও সম্প্রসারিত হবে।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top