ট্রাম্পের উস্কানিতে ক্যাপিটলে হামলা: ওবামা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২১, ২৩:০৭
ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক যৌথ অধিবেশনের নির্বাচনে বুধবার (৬ জানুয়ারি) ডেমোক্র্যাট জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় রিপাবলিকান দলীয় ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটল হিল ভবনে হামলা চালায়। এ সময় অন্তত চার জন নিহত হন।
ঘটনার পর এক বিবৃতিতে ডেমোক্রেট দলীয় বারাক ওবামা বলেন, 'ক্যাপিটলের এই সহিংসতার ঘটনা মার্কিনীদের জন্য বড় ধরনের অসম্মান ও লজ্জার মুহূর্ত হিসেবে ইতিহাস ঠিক মনে রাখবে। যা কিনা উস্কে দিয়েছেন ক্ষমতায় থাকা এক প্রেসিডেন্ট, যিনি একটি বৈধ নির্বাচনের ফল নিয়ে ভিত্তিহীনভাবে মিথ্যা বলে চলেছেন।'
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গেল ২শ' বছরের বেশি সময়ের মধ্যে মার্কিন গণতন্ত্রের প্রতীকের ওপর চালানো এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।
ইউএস ক্যাপিটল হিস্টোরিক্যাল সোসাইটির তথ্য মতে, ১৮১৪ সালে ব্রিটিশ সেনাবাহিনী পুড়িয়ে দেয়। এরপর গণতন্ত্রের প্রতীকে পরিণত হওয়া এ ভবনটিতে এটাই ছিল সবচেয়ে মারাত্মক হামলা।
এনএফ৭১/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।