১ লাখ ৭৩ হাজার ডলারে বিক্রি হয়েছে হুররাম সুলতানের চিত্রকর্ম
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ০৩:১০
তুরস্কে নির্মিত অত্যন্ত জনপ্রিয় টিভিসিরিজ ‘সুলতান সুলেমান’ এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হুররাম সুলতান। যিনি দাসী থেকে সুলতান সুলেমানের স্ত্রী হয়ে ওঠেন। সেই হুররাম সুলতানের একটি চিত্রকর্ম নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৭৩ হাজার ডলারে।
বুধবার (২৮ অক্টোবর) লন্ডনে ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে হুররামের এই চিত্রকর্মটি বিক্রি হয়। ধারণা করা হচ্ছে, চিত্রটি ১৬-১৭ শতাব্দীতে আঁকা হয়েছে। ইসলামি বিশ্বের শিল্পী ও কারিগরদের অর্জনের এক হাজার বছর উদযাপন উপলক্ষ্যে এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থান পায় অন্তত ২০০ শিল্পকর্ম।
উল্লেখ্য, ইউক্রেনের পশ্চিমাঞ্চল রোক্সেলানা থেকে হুররামকে দাসী হিসেবে সুলতান সুলাইমানের হেরেমে আনা হয়েছিল। পরে হুররামের রূপ ও প্রজ্ঞার কারণে প্রথা ভেঙে তাকে বিয়ে করেন সুলতান। শেষ পর্যন্ত নিজেকে শীর্ষ ক্ষমতাশালী নারী হিসেবে তুলে নেন হুররাম। তার অবিশ্বাস্য অনুপ্রেরণায় মুগ্ধ হন সুলতান।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।