জহির রায়হানের অন্তর্ধান দিবস আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২, ০৪:১২

জহির রায়হানের অন্তর্ধান দিবস আজ

কালজয়ী চলচ্চিত্রকার ও শক্তিমান কথাশিল্পী জহির রায়হানের অন্তর্ধান দিবস আজ। ১৯৭২ সালের এই দিনে মাত্র ৩৬ বছর বয়সে ভাই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মৃতদেহ মিরপুরের বধ্যভূমিতে খুঁজতে গিয়ে আর ঘরে ফেরা হয়নি তার। মুক্তিযুদ্ধবিরোধীদের হাতে মিরপুরে তিনি শহীদ হন বলে পরে জানা যায়। তার মৃতদেহও পাওয়া যায়নি।

রবিবার (৩০ জানুয়ারি) দিবসটি উপলক্ষে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিল ছাড়াও বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে জহির রায়হানের জীবন ও কর্মের ওপর আলোচনা, প্রামাণ্যচিত্র ও তার নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।

জহির রায়হানের জন্ম ১৯৩৫ সালের ৫ আগস্ট ফেনীর মজুপুর গ্রামে। মুক্তিযুদ্ধের কিছুকাল আগে তার নির্মিত 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্র মুক্তিযুদ্ধে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চলচ্চিত্র 'স্টপ জেনোসাইড' নির্মাণ করে সাড়া ফেলেন তিনি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top