রাহুল রাজ এর কবিতা-
মিছে স্বপ্নের পাল মেলে
সাহিত্য বিভাগ | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:১৩
মিছে স্বপ্নের পাল মেলে
---রাহুল রাজ
কত রাত আমি ঘুমকে দিয়েছি ছুটি
নিজেই খুঁজেছি নিজের দোষ,
কোথায় আছে ত্রুটি?
কেন অভিমান বোঝেনি সে
করেছে অভিযোগ।
দেয়নি কখনো নিজেকে গোছানোর
এতটুকু সুযোগ।
কেন এত প্রেম, এত মায়া ফেলে
ভাসালো সে তরী-
মিছে স্বপ্নের পাল মেলে।
জল ভরা নদী
কেন
ধূ ধূ বালুচর।
বন্ধন ছেড়ে কেন সরে দূরে-
প্রশ্ন ভুরিভুরি,
উত্তর নিরুত্তর।
বাস্তবতার নিষ্ঠুর সত্য,
ছিন্ন যুগল জুটি।
কত রাত আমি ঘুমকে দিয়েছি ছুটি
নিজেই খুঁজেছি নিজের দোষ,
কোথায় আছে ত্রুটি?
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।