ভাগ্য নির্ধারণে কাশ্মীরি জনগনকে অধিকার দেয়ার দাবি ইমরান খানের

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২

কাশ্মীরি প্রতিবাদকারীকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। মৃত মানুষের উপর পা দিয়ে উল্লাস

নিজেদের ভাগ্য নির্ধারণে কাশ্মীরের জনগনকে অধিকার দেয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমারান খান। দেশটির প্রতিরক্ষা দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় এমন দাবি জানান ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের জনগনের অধিকার নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব কার্যকরে বাধ্য দিল্লী। ভারতের সমালোচনা করে ইমরান খান বলেন, দেশটির উগ্রবাদী চেহারা তুলে ধরার কাজ চালিয়ে যাবে পাকিস্তান।

১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধ এবং নিহতদের স্মরণে ৬ সেপ্টেম্বরকে প্রতিরক্ষা দিবস পালন করছে পাকিস্তান।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top