সাত কলেজের ভর্তি পরীক্ষা শেষ হলো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ০২:১৩

সাত কলেজের ভর্তি পরীক্ষা শেষ হলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (১৩ নভেম্বর) সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ঢাবি অধিভুক্ত সাত কলেজে চলতি বছরের ভর্তি পরীক্ষা।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা সময়ে রাজধানীর ১০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

উল্লেখ্য, গত ৫ এবং ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top