ফের নীলক্ষেত মোড়ে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জুন ২০২১, ২১:১৬

ফের নীলক্ষেত মোড়ে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান

আবারও নীলক্ষেতে মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও হল খোলার রোডম্যাপ ঘোষণার দাবিতে রোববার (৬ জুন) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, গেল বৃহস্পতিবার নীলক্ষেতের অবস্থান কর্মসূচি থেকে তারা যে ৩ দফা দাবি জানিয়েছিল সেগুলো প্রশাসন মেনে না নেওয়ায় তারা এখানে আবারও জড়ো হয়েছে প্রতিবাদ সমাবেশ করার জন্য।

শিক্ষার্থীদের তিনদফা দাবিগুলো হলো-

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ারও রোডম্যাপ ঘোষণা করতে হবে। সব বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম (ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ) এর পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ এবং হল খুলে সব পরীক্ষা নিতে হবে।

এদিকে অবিলম্বে দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top