রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৭০৪ জন

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২২, ০১:৫০

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৭০৪ জন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৪ জন। তবে এ সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শনিবার (২২ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত খবরে জানা গেছে, আগের তুলনায় শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও সংক্রমণ হার প্রায় একই অবস্থায় রয়েছে। যদিও এ দিন আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যাও অনেক কম হয়েছে। তবে করোনায় আক্রান্তের মধ্যে কোন রোগীর মৃত্যু হয়নি বলে জানা গেছে। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন।

এদিকে শুক্রবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৭টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭০৪ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ। এদের মধ্যে নগরীর ৫৩১ জন আর উপজেলার ১৭৩ জন রয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৯৭ জনে এসে দাঁড়িয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top