মাদারীপুরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

মাদারীপুর থেকে | প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ০৬:১৯

কঠোর লকডাউনের মধ্যেই মাদারীপুরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত, কালকিনিতে প্রায় ১৮ হাজার টাকা জরিমানা, রাজৈরে জনগণকে সরকারী বিধিনিষেধ মানাতে প্রশাসনের অভিযান

কঠোর লকডাউনের মধ্যেই মাদারীপুরে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হলো। গত ২৪ ঘণ্টায় ২শ’ ৯১টি নমুনা পরীক্ষার ফলাফলে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১শ ৯ জন। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২শ’ ৯ জনে।

আক্রান্তের হার ৩২ দশমিক ০৫ ভাগ। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭শ’ ৩১ জন। । জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছেন ৩৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ১২ ভাগ।

এদিকে অপ্রয়োজনে বাইরে বের হওয়াসহ সরকারি বিধি-নিষেধ অমান্য করায় কালকিনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬টি মামলায় প্রায় ১৮ হাজার টাকা জরিমানা করেছে।

এদিকে লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের জন্য আজ সোমবার সকাল থেকে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ও এ্যাসিল্যান্ড মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কালকিনি ও ডাসার থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, আমার ও এ্যাসিল্যান্ড মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কালকিনি এবং ডাসার থানা পুলিশের সহযোগীতায় উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে অভিযান অব্যাহত রেখেছি। এবং ১৬টি মামলায় ১৭ হাজার ২শত টাকা জরিমানা করেছি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির জানান, লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্টের মাধ্যমে শনিবার (৩জুলাই) মোট ৮টি ও রবিবার (৪ জুলাই) মোট ৫টি মামলা করা হয়। এসময় সরকারী নিষেধাজ্ঞা অমান্যকারীদের কাছ থেকে দুইদিনে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন বাস্তবায়ন করতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। অপরদিকে লকডাউনের পঞ্চম দিনেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। পুলিশ, আনসারএর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। তবুও জনসাধারণকে ঘর থেকে বের হওয়া ফেরানো সম্ভব হচ্ছে না।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top