মাদারীপুরে লকডাউনে বাড়ছে যানবাহন, নতুন শনাক্ত ৮৮ জন, মৃত্যু ১
মাদারীপুর থেকে | প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ০৭:০৫
লকডাউনের ষষ্ঠ দিনেও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও রাস্তায় বের হচ্ছেন মানুষ। বেড়েছে ইজিবাইক, রিক্সা, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন।
সেনাবাহিনীর পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। তবুও জনসাধারণকে ঘর থেকে বের হওয়া ফিরানো সম্ভব হচ্ছে না। মঙ্গলবারও বাংলাবাজার ঘাটে যানবাহনের তেমন চাপ নেই। জরুরী ও পণ্যবাহী ট্রাক নিয়ে চলছে ফেরি। বন্ধ রয়েছে স্পীডবোট ও লঞ্চ।
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজৈর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন নতুন করে আরও ৮৮ জন। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২শ’ ৯ জনে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মাদারীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।